gkEducation Others 

জেনে রাখা ভালো (সাধারণ জ্ঞান)

 1. হর্ষবর্ধনের শ্যালক কে ছিলেন?
 2. সিন্ধু সভ্যতায় বৃহৎ স্নানাগার কোন স্থানে পাওয়া যায়?
 3. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশী পর্যটক ভারতে আসেন?
 4. সম্প্রতি কোন সংস্থা ‘গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট 2024’ প্রকাশ করেছে?
 5. সম্প্রতি খবরে দেখা ‘মুসাঙ্কওয়া সান্যাতিয়েন্সিস’ কী?
 6. উত্তর:(১) গ্রহবর্মন । হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রীর বিয়ে হয়েছিল কনৌজের রাজা গ্রহবর্মনের সাথে। তিনি ছিলেন মৌখারি রাজবংশের কনৌজের শেষ শাসক।
  উত্তর:(২) পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছিল। এর পরিমাপ 11.88 মিটার x 7.01 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 2.43 মিটার।
  উত্তর :(৩) ফা হিয়েন । প্রথম চীনা বৌদ্ধ পর্যটক এবং সন্ন্যাসী, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের (বিক্রমাদিত্য) রাজত্বকালে ভারতে এসেছিলেন। “সি-ইউ-কি” বইটি লিখেছেন যা সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিশদ বিবরণ পাওয়া যায়।
  উত্তর:(৪) ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (IFPRI)।
  IFPRI-এর গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট – 2024 প্রকাশ করে যে 38% ভারতীয় অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে। ভারতে অপুষ্টি 2011 সালে 15.4% থেকে বেড়ে 2021 সালে 16.6% হয়েছে।
  উত্তর:(৫) নতুন আবিষ্কৃত ডাইনোসর প্রজাতির জীবাশ্ম।
  গবেষকরা জিম্বাবুয়ের লেক কারিবার উপকূলে একটি নতুন ডাইনোসরের প্রজাতি, মুসাঙ্কওয়া সানিয়াতিয়েনসিস আবিষ্কার করেছেন।

Related posts

Leave a Comment