ভূগোলের পরিধি ঠিক কতখানি ?
ভূগোলের পরিধি নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। ভূগোল বিশেষজ্ঞরা বলে থাকেন, ভূগোলে প্রাকৃতিক,অর্থনৈতিক,রাজনৈতিক,সামাজিক প্রভৃতি যাবতীয় বিষয় আলোচনা করা হয় বলে তার পরিধি ও লক্ষ্য ব্যাপক ও বিস্তৃত। এই পরিধিকে বিশেষ কয়েকটি ভাগে ভাগ করা হয়। (১)জ্ঞান সংগ্রহ করা। (২)স্থান,কাল ও দেশ অনুযায়ী জ্ঞান আরোহন করা যায়। (৩) প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানা যায়। (৩) সম্পদের ব্যবহার ও কার্যকারিতা অনুযায়ী পরিকল্পনা প্রয়োগ করা যেতে পারে। ভূগোলের পরিধি অনেক বিস্তৃত বলে এক্ষেত্রে লক্ষ্যও ব্যাপক। (ছবি: সংগৃহীত)

