ফুটবল থেকে বিদায় নেবেন বুফন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এই মরসুমের শেষে জুভেন্টাসের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। ৪৩ বছর বয়সি গোলকিপার জানলুইগি বুফন জানিয়েছেন, এই বছরেই ফুটবল থেকে বিদায় নেবেন। এ বিষয়ে বুফনের মন্তব্য, এটা মেনে নিতে সমস্যা নেই। এই মরসুমটাই শেষ হতে চলেছে। হয়তো এই বছরের জুন মাসে এই খেলা থেকে সরে দাঁড়াতে পারি।

