গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিশেষ জরুরি তথ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে কোভিড-১৯-কে হারাতে মানুষের হাতে স্বল্প সংখ্যক জিনিস রয়েছে। তবে তা দিয়েই মানুষ মরিয়া চেষ্টা করছে লড়তে। নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহার, বাইরে থেকে এসে জামা-কাপড় ডেটল জলে ধুয়ে ফেলা, গ্লাভস ব্যবহার ও হাত বারবার সাবান জল দিয়ে ভাল করে ধোওয়া প্রভৃতি রয়েছে। এই সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারের ব্যবহার বেড়েছে। সূত্রের খবর, বাড়িতে গ্লাভস ব্যবহার না করলেও অনেকে বাইরে যাওয়ার সময়ে নিয়মিত এর ব্যবহার করছেন। তবে গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি নিয়ম রয়েছে। জেনে রাখা প্রয়োজন গ্লাভস ব্যবহারের কয়েকটি জরুরি তথ্য। নির্দিষ্ট নিয়ম মেনে গ্লাভস ব্যবহার না করলে সেখান থেকেও সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গ্লাভস বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি। এটা পড়লে হাতে জীবাণু না লাগলেও কোনও জীবাণুযুক্ত জায়গায় গ্লাভস দিয়ে ধরলে গ্লাভসে সেই জীবাণু লেগে যায়। বিশেষজ্ঞরা বলছেন, গ্লাভসের মূল উপাদান সিলিকন, পলিথিন ও রবার। তাই জীবাণুগুলি দীর্ঘক্ষণ বেঁচে থাকার সম্ভাবনা। এক্ষেত্রে গ্লাভস পরা অবস্থায় যেখানেই হাত পড়ছে, সেখানেই ছড়িয়ে পড়ছে জীবাণু। সতর্ক থাকা খুবই জরুরি।

