জিএসটি ছাড় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জরুরি ওষুধে জিএসটি সুবিধা। সূত্রের খবর, রেমডিসিভির, অ্যাম্ফোটেরিসিন বি ও টোসিলাজুমারের মতো করোনা আবহে মোকাবিলার ওষুধ, অক্সিজেন ও চিকিৎসার যন্ত্রাংশে জিএসটি ছাড় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে জিএসটি পরিষদ। উল্লেখ করা যায়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ছিল। করোনা আবহে সম্ভাব্য তৃতীয় ঢেউ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, ক্যান্সারের ওষুধে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। শিশুদের মাসকুলার অ্যাট্রোফির মতো রোগে জীবনদায়ী ওষুধকে জিএসটি থেকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, সুইগি, জোমাটোর মতো অ্যাপ-ভিত্তিক খাবার পৌঁছনোর পরিষেবায় নতুন কর চাপছে না। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে, কর ফাঁকি রুখতে এই সংস্থাগুলিই ক্রেতাদের থেকে আদায় করা জিএসটি সরকারের ঘরে জমা করবে।

