Harry PotterOthers 

হ্যারি পটারের কাহিনী নিয়ে লাইভ অ্যাকশন সিরিজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিরিজে পটার। সূত্রের খবর, হ্যারি পটারের কাহিনী নিয়ে লাইভ অ্যাকশন সিরিজ তৈরির পরিকল্পনা গ্রহণ করছে এইচবিও ম্যাক্স। উল্লেখ করা যায়, গোটা বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে বলে খবর। তবে আগ্রহ বেড়েছে পটার ভক্তদের। প্রসঙ্গত, জে কে রাওলিংয়ের লেখা হ্যারি পটারের কাহিনী নিয়ে এর আগে ৮টি ছবি প্রকাশ পেয়েছে। সূত্রের আরও খবর, সিরিজের স্ক্রিনপ্লে কে লিখবেন তা ঠিক করতে জেরবার ওয়ার্নার মিডিয়া। অন্যদিকে সিরিজের স্বত্ব নিয়ে রাওলিংয়ের সঙ্গে বিতর্ক মিটেছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment