rain mirik in darjeeling districtOthers 

অতি বর্ষণে জেরবার পাহাড়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ একের পর এক প্রাকৃতিক দুর্যোগে পাহাড় বিপর্যস্ত । অতিবৃষ্টি নামছে পাহাড়ে । এই নিয়ে খারাপ সংকেত দেখছেন বিশেষজ্ঞরা । স্থানীয় সূত্রে খবর, গত সোমবার তিন ঘণ্টার প্রবল বৃষ্টির জেরে মিরিক লেক লাগোয়া কৃষ্ণনগর বাজার জলমগ্ন হয়েছিল । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অতিবৃষ্টি হলেও কখনও পাহাড়ে জল দাঁড়ায়নি । অতিবৃষ্টির ফলে কার্শিয়াংয়ে জিরো পয়েন্ট থেকে কার্শিয়াং বাজার পর্যন্ত হাঁটু অবধি জল জমে যায় ।
আবার তিস্তা বাজার লাগোয়া ২৯ মাইল এলাকায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে । অন্যদিকে বাসিন্দাদের অভিযোগ, নিকাশি নালা কাজ করতে না পারলে অতিবৃষ্টির জল আটকে থাকবে । এ বার পাহাড়ে তেমনই হচ্ছে ।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, অল্প সময়ে অতিবৃষ্টির জেরে নিকাশি নালা উপচে জল মিরিকের কৃষ্ণনগর বাজারে ঢুকে পড়ে । প্রায় তিন ঘন্টা পরে জল নেমেছে । আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মৌসুমী বায়ু উত্তরবঙ্গে এখন অতি সক্রিয় রয়েছে । আবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্প ঢুকছে উত্তরবঙ্গে । ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অতিবৃষ্টি চলতে পারে এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস । ২৬ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে ।
২৪ ঘন্টার মধ্যে দার্জিলিংয়ে ১২৫ কিলোমিটার এবং কার্শিয়াংয়ে ১০৭ কিলোমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা যায় ।

Related posts

Leave a Comment