হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ ব্যবস্থা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি চলেছে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে,বেশ কিছু স্পর্শকাতর স্কুলগুলিতে ভিডিওগ্রাফি করা হবে। পাশাপাশি নিয়োগ করা হচ্ছে স্পেশ্যাল অবজারভার। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য এই ব্যবস্থা থাকছে । হোম সেন্টারেই নেওয়া হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
সেই হিসাবে এবার বিশেষভাবে সতর্ক করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার কারণে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই থাকছে স্পেশাল অবজারভার। স্পেশ্যাল অবজারভার সরকার মনোনীত কোনও ব্যক্তিকেই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে । উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ প্রসঙ্গে জানিয়েছেন, হোম সেন্টারে পরীক্ষার জন্য আমরা প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই স্পেশ্যাল অবজারভার নিয়োগ করছি। এই স্পেশ্যাল অবজারভার কারা হবেন,তা ঠিক করবে রাজ্য সরকার।
উল্লেখ করা যায়,উচ্চ মাধ্যমিক পরীক্ষার নয়া পরীক্ষা সূচি ঘোষণা করেছে সংসদ। পরীক্ষার সূচিতে বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। জেইই মেইন পরীক্ষার কারণে মোট ৪ দিনের পরীক্ষার রদবদল ঘটাতে হয়েছে সংসদকে। পরীক্ষা শেষ হওয়ার সময়সীমাও পিছিয়ে দেওয়া হয়েছে । সংসদ সূত্রে জানানো হয়, ১৩ এপ্রিলের পরীক্ষাগুলি হবে ১৮ এপ্রিল। ১৬ এপ্রিলের পরীক্ষাগুলি হবে ১৩ এপ্রিল। ১৮ এপ্রিলের পরীক্ষাগুলি হবে ২৫ এপ্রিল। ২০ এপ্রিলের পরীক্ষা হবে ২৬ এপ্রিল।

