রাজ্যে ৩ হাজার আইসিডিএস সুপারভাইজার নিয়োগের প্রস্তুতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাথমিক বাছাই পর্ব শেষ হয়েছে। সূত্রের খবর, প্রায় ৩ হাজার আইসিডিএস সুপারভাইজার নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। সু-সংহত শিশু কল্যাণ প্রকল্পে (আইসিডিএস) সুপারভাইজার পদে তাঁদের নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, যার প্রাথমিক বাছাই পর্ব শেষ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। উল্লেখ্য, ২০১৯ সালে ৩ হাজার শূন্যপদের বিজ্ঞাপন প্রকাশিত হয়। এক্ষেত্রে স্নাতক ডিগ্রিধারী মহিলারাই আবেদন করার সুযোগ পেয়েছেন। প্রায় সাড়ে ৩ লক্ষ মহিলা প্রাথমিক স্ক্রিনিং টেস্টে বসেছিলেন। তার ফল প্রকাশ পায়। এক্ষেত্রে দেখা যায়, প্রায় ৩০ হাজারের মতো প্রার্থী সফল। এরপর মূল বাছাই পর্ব শুরু করতে উদ্যোগী পিএসসি।
এক্ষেত্রে জানা যায়, মূল পর্বটি দুটি পর্যায়ে হবে। যার মধ্যে ৪০০ নম্বরের লিখিত পরীক্ষা। ৫০ নম্বরের পার্সোনালিটি টেস্ট রয়েছে। এই ৪৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত হবে মেধাতালিকা। নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে এই সরকারি চাকরি পাওয়া যাবে। সফল প্রার্থীরা সব মিলিয়ে মাসে ন্যূনতম বেতন পাবেন ২৭ হাজার টাকার মতো। পে ব্যান্ড ৩-এর অধীনে এই প্রার্থীরা চাকরি জীবনে পা রাখবেন। পিএসসি সূত্রের খবর, আগামী ৩ সেপ্টেম্বর থেকে পূর্ব নির্ধারিত সব লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে। এরফলে আইসিডিএস সুপারভাইজার পদের মূল পর্বের লিখিত পরীক্ষা কবে হবে, তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, ইতিমধ্যেই https://wbpsc.gov.in ওয়েবসাইটে লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে।

