নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ স্মরণে
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: কলকাতার বাগবাজারে জন্মেছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর জন্ম। বঙ্গ রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটেছিল শ্রীরামকৃষ্ণের এই অনুরাগীর। নাট্য ইতিহাসে সেকালের শ্রেষ্ঠ নট ও নাট্যকার ছিলেন। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তাঁর সময়েই। ১৮৭২ সালে প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল থিয়েটার। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।