Suchitra SenEntertainment Others 

স্মরণে সুচিত্রা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ১৯৩১ সালের ৬ ফেব্রুয়ারি। জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট অভিনেতা সুচিত্রা সেন। রমা নামে তিনি পরিচিত ছিলেন। অধুনা বাংলাদেশের পাবনায় তিনি জন্মেছিলেন। তাঁর মায়াবী চোখ ও হাসির জাদুতে আজও মুগ্ধ হয়ে যান অনেকে। অভিনয় জীবনের শুরুতে তেমন সাফল্য পাননি। পরবর্তী সময়ে অভিনয় জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন বাঙালি দর্শকদের। বাংলা বহু ছবিতে অসামান্য অভিনয় করেছেন তিনি। হিন্দিতেও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন। “ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য” ছবিতে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় এসেছিলেন সুচিত্রা সেন। ১৯৭৮ সালে “প্রণয়পাশা” ছবিতে অভিনয়ের পর অভিনয় জগৎ ও জনজীবন থেকে অন্তরালে চলে যান তিনি। জন্মদিবসে স্মরণে সুচিত্রা।

Related posts

Leave a Comment