usha gangulyLifestyle Others 

নাট্যকর্মী ঊষা চির ঘুমের দেশে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন নাট্যকর্মী ঊষা গঙ্গোপাধ্যায় (৭৫)।আজ সকালে দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।১৯৪৫ সালে উত্তরপ্রদেশের কানপুরে জন্মেছিলেন তিনি। তবে বঙ্গভূমিই ছিল তাঁর কর্মক্ষেত্র।ঊষার দৌলতে বঙ্গ রঙ্গমঞ্চে হিন্দি নাটকও আলাদা গুরত্ব পেয়েছিল। তিনি মহাভোজ, রুদালি, কোর্ট মার্শালের মতো একের পর এক নাটক পরিচালনা করেছিলেন।যা দর্শক মহলে সমাদর পায়।রঙ্গকর্মী নামে নাটকের দলও গড়েছিলেন তিনি। রাজনীতি থেকে সামাজিক বিভিন্ন সমস্যার বিষয় উঠে আসত তাঁর পরিচালিত নাটকে।অভিনেত্রী থেকে পরিচালক এবং অধিকার রক্ষায় তাঁর বিশেষ অবদান রয়েছে।লকডাউন পরিস্থিতির মধ্যে চির ঘুমের দেশে চলে গেলেন ঊষা।

Related posts

Leave a Comment