রাস্তায় বাড়ছে খরচ! আজ থেকেই টোলে লাগবে অতিরিক্ত টাকা
ভোটের পরই বোঝা বাড়লো! আজ সোমবার, ৩ জুন থেকেই দেশের সব টোলপ্লাজায় লাগবে অতিরিক্ত টাকা। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) জানিয়েছে, আগামী তিন থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে টোল ট্যাক্স।
এই নতুন নিয়ম অনুযায়ী, গাড়ির ধরন ও ওজনের উপর নির্ভর করে আলাদা আলাদা হারে বাড়বে টোল। গড়ে, ছোট গাড়ির জন্য টাকা লাগবে ৫ টাকা থেকে ১০ টাকা বেশি, আর বড় গাড়ি ও ট্রাকের জন্য ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দিতে হবে।
এই টাকা দিয়ে কী হবে? NHAI কর্তৃপক্ষ জানিয়েছে, টোল থেকে আসা অতিরিক্ত টাকা ব্যবহার করা হবে রাস্তাঘাটের উন্নতিকাজে। নতুন রাস্তা তৈরি, পুরনো রাস্তা মেরামত এবং রাস্তার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে এই টাকা খরচ করা হবে বলে আশা করা হচ্ছে।
কী বলছেন মানুষ? টোল ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন মানুষ। অনেকেই মনে করছেন, ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আবারও বেড়ে যাচ্ছে যাতায়াত খরচ। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, রাস্তার উন্নতিকাজের জন্য টাকা বাড়ানোটা যুক্তিসঙ্গত।
এই নতুন টোল ট্যাক্স আপনার উপর কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করছে আপনি কতটা রাস্তা ব্যবহার করেন তার উপর। যদি আপনার নিয়মিত দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হয়, তাহলে আপনার খরচ অনেক বেশি হবে। তবে, যদি আপনি শহরের মধ্যে ছোটখাটো যাতায়াত করেন, তাহলে এর তেমন প্রভাব পড়বে না।

