ভারত-বাংলাদেশ বিমান চলাচল আবারও শুরু হচ্ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা আবারও শুরু হচ্ছে। ২২ অগাস্ট থেকে ফের পরিষেবা মিলবে। সূত্রের খবর,যে সমস্ত দেশগুলির সঙ্গে ভারতের “এয়ার বাবল চুক্তি” রয়েছে, সেইসব দেশগুলিতে বিমান চলাচল করবে ৷ ভারত-বাংলাদেশ বিমান চলাচলও আবার শুরু হচ্ছে ৷ এ বিষয়ে প্রশাসনিকভাবে বলা হয়েছে,করোনার তৃতীয় ঢেউ কবে আসবে,তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ৷
ভারতে করোনা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকটাই স্বাভাবিক রয়েছে ৷ করোনা সংক্রমণের সংখ্যাও বেশ কম রয়েছে ৷ এক্ষেত্রে ছন্দে ফেরার অপেক্ষায় বিমান পরিষেবাও ৷ উল্লেখ করা যায়,ভারত থেকে এখনও আন্তর্জাতিক রুটে উড়ান সংখ্যা অনেক কম৷ কেবলমাত্র যে সমস্ত দেশগুলির সঙ্গে ভারতের এয়ার বাবল চুক্তি রয়েছে, সেইসব দেশগুলিতেই বিমান পরিষেবা রয়েছে ৷
উল্লেখ করা যায়,করোনা আবহে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বাড়তেই বন্ধ হয়ে যায় ভারত-বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা। প্রায় ৪ মাস পর দু’দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ার ইঙ্গিত। এক্ষেত্রে বলা হয়েছে, বাংলাদেশের বিমান সংস্থা ঢাকা থেকে যাত্রা শুরু করে দিল্লি-কলকাতা ও চেন্নাইয়ের জন্য বিমান পরিষেবা চালু করতে চলেছে । ভারতীয় যাত্রীদের জন্য দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বই থেকেও ঢাকার বিমান পরিষেবা থাকবে বলে জানা গিয়েছে।

