ভারী বৃষ্টির পূর্বাভাস দুই চব্বিশ পরগণা জেলায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় । কলকাতাতেও বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে । সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৭.৮ মিমি।
আবহাওয়া দফতর সূত্রের খবর,কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহার সহ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে।
আবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে,মৌসুমী অক্ষরেখা জামশেদপুর ও দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবার ঝাড়খন্ড সংলগ্ন এলাকা সমূহে ঘূর্ণাবর্ত রয়েছে। জলীয় বাষ্প ঢুকছে বলেও খবর।

