সিডনি টেস্টে ব্যাটিং বিপর্যয় ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও ব্যাটিং বিপর্যয় রাহানেদের।
আপাতত ব্যাকফুটে ভারত। সূত্রের খবর,সিডনি টেস্টে ৯৪ রানের লিড অস্ট্রেলিয়ার।
দ্বিতীয় দিনের শেষেও সুবিধাজনক জায়গায় ছিল ভারত ৷ ব্যাটিং বিপর্যয়ের জেরে তৃতীয় দিনের শুরুতেই সিডনি টেস্টে ব্যাকফুটে অজিঙ্ক রাহানেরা ৷ দ্বিতীয় দিনের শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে ৷ একটা সময় ৪ উইকেটে ১৯৪ রান তুলে ফেলে ভারত ৷ ২৪৪ রানে শেষ হয়ে যায় রাহানেদের প্রথম ইনিংস ৷ এরফলে প্রথম ইনিংসে ৯৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া ৷
অন্যদিকে অস্ট্রেলীয় বোলারদের বোলিংয়ে কৃতিত্ব রয়েছে। ভারতীয় ব্যাটসম্যানদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠছে। ভারতীয় ইনিংসে রান আউট হয়ে ফিরলেন ৩ ব্যাটসম্যান ৷ সূত্রের আরও খবর, শুভমন গিল ছাড়াও ভারতের হয়ে অর্ধ শতরান করেছেন চেতেশ্বর পূজারা । ঋষভ পন্থ (৩৬) ও রবীন্দ্র জাদেজা ২৮ নট আউট ৷ মেলবোর্নে দুরন্ত প্রত্যাবর্তনের পর সিডনি টেস্টেও আশা জাগায় ভারত ৷ সিডনিতে অস্ট্রেলিয়ার উপরে চাপ তৈরির সুযোগ পেলেও সেক্ষেত্রে ব্যর্থ হল ব্যাটিং বিপর্যয়ে। এখন ভারতের ভরসা বোলিং।

