ভারত-নেপালের বার্ষিক দ্বিপাক্ষিক বৈঠক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত-নেপাল কথা। আন্তঃসীমান্ত অপরাধ কমানোর উদ্দেশে বার্ষিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু ভারত ও নেপালের। উল্লেখ করা যায়, ২০১২ সাল থেকে শুরু হওয়া বৈঠক এবার ২০২১ সালে পঞ্চম বছরে পদার্পণ করল। এ বছরের বৈঠকে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-র ডিরেক্টর জেনারেল কুমার রাজেশ চন্দ্র। এক্ষেত্রে আরও জানা যায়, নেপালের প্রতিনিধি হিসেবে থাকবেন পুলিশ বাহিনীর ইনস্পেক্টর জেনারেল শৈলেন্দ্র খানাল। এসএসবি সূত্রের খবর, ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত নেপালের প্রতিনিধিরা ভারতে থাকবেন বলে জানা যায়।

