টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ রানে জয়ী ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পরিবর্তিত চাহাল ও নটরাজনের দুরন্ত বোলিং। ১১ রানে জয় পেল ভারত। ম্যাচের ফলাফল ভারত ১৬১/৭ (২০ ওভার) অস্ট্রেলিয়া ১৫০/ ৭ (২০ ওভার)। একদিনের সিরিজ হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিততে মরিয়া ছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে পাঠায় বিরাটদের। শিখর ধাওয়ান ও বিরাট কোহলি ব্যর্থ হন। মনিশ পান্ডেও রান পাননি। সঞ্জু স্যামসন করেন ২৩ রান । ভারতীয় ব্যাটিংকে নেতৃত্ব দিয়েছেন কে এল রাহুল। ওপেন করতে নেমে ৫১ রান করেন তিনি। যোগ্য সহায়তা করেছেন রবীন্দ্র জাদেজা। ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। জাদেজার সৌজন্যে ভারতের রান ১৫০রানের ওপরে উঠল। মিচেল স্টার্কের একটা বল হেলমেটে লাগলে মাঠ ছাড়তে হয়। আর মাঠে নামা হয়নি। তাঁর জায়গায় একটি পরিবর্ত হিসেবে নেওয়া হয় যুজবেন্দ্র চাহালকে। প্রথম একাদশে এই ম্যাচে তিনি ছিলেন না।
৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ফিঞ্চ, স্মিথ, ওয়েডকে আউট করেন। টি-টোয়েন্টি-তে দেশের হয়ে এটাই ছিল নটরাজনের প্রথম ম্যাচ। তামিলনাড়ুর এই বাঁহাতি পেসার ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে শর্ট (৩৪), ফিঞ্চ (৩৫) এবং হেনরিকস (৩০) ছাড়া সেভাবে কেউই রান পাননি। শেষ একদিনের ম্যাচ জয়ের পর আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল ভারত ৷ পরিবর্ত হিসেবে নেমে চাহাল এবং নটরাজন অসাধারণ খেলেছেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চাহাল ৷

