৪৯ তম জাতীয় নৌ-বাহিনী দিবস পালিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:নৌ দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৯ তম জাতীয় নৌ-বাহিনী দিবস পালন করল ভারতীয় সেনা। সূত্রের খবর,১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে যে সব সেনা শহীদ হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানানো হয়। নৌ-বাহিনী প্রতি বছর ৪ ডিসেম্বর
এই অনুষ্ঠান করে থাকে। নৌ-বাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গ ও তৎ সংলগ্ন ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭১সালের যুদ্ধে করাচি বন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই যুদ্ধে যাঁরা শহীদ হয়েছিলেন তাঁদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। প্রতিবছর বিবিধ অনুষ্ঠান হয়ে থাকে। এবার করোনার আবহে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নৌ-বাহিনী আধিকারিক,কর্মী ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।

