RADHAKRISNAN NAYAR AND CHIEF CHOCHOthers Sports 

ভারতীয় আথলেটিক্স চিফ কোচ হলেন রাধাকৃষ্ণণ নায়ার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় আথলেটিক্স চিফ কোচ হলেন রাধাকৃষ্ণণ নায়ার। সূত্রের খবর,এতদিন পর্যন্ত তিনি ডেপুটি হিসাবে দায়িত্বভার পালন করছিলেন। নয়া কোচ রাধাকৃষ্ণণ নায়ার সামনের অলিম্পিকে দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে। ভারতীয় আথলেটিক্স ফেডারেশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Related posts

Leave a Comment