Indian Railway-2Others 

নজির ভারতীয় রেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতি প্রতিরোধে কার্যত নজির গড়ল ভারতীয় রেল। সূত্রের খবর, ১৬৭-তম জন্মদিনে খাদ্যসামগ্রী নিয়ে পাঞ্জাব থেকে রওনা দিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছল “অন্নপূর্ণা”। লকডাউনের মধ্যেও নিরলসভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাদ্যসামগ্রী পৌঁছানোর কাজ করছে ভারতীয় রেল। রেল সূত্রে আরও খবর, দুটি ইঞ্জিন-সহ ৮৮ বগির একটি মালবাহী ট্রেন পাঞ্জাবের ধন্দারি কলান থেকে যাত্রা শুরু করে পৌঁছেছে এ রাজ্যের নিউ জলপাইগুড়িতে। ১৬৩৪ কিলোমিটার লম্বা এই যাত্রাপথ অতিক্রম করতে দেশের সবচেয়ে লম্বা মালবাহী ট্রেনের সময় লেগেছে ৪৯ ঘন্টা ৩০ মিনিট। রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে এইভাবেই পথ চলবে অন্নপূর্ণা।

Related posts

Leave a Comment