team indiaSports World 

একনজরে কমনওয়েলথ গেমসে ভারতীয় সাফল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কমনওয়েলথ ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু-শ্রীকান্তরা। শেষ ষোলোর চ্যালেঞ্জ অতিক্রম করলেন দুই ভারতীয় শাটলার পি ভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। উল্লেখ্য,বার্মিংহামে প্রথম ম্যাচ ছিল শ্রীকান্তর। শ্রীলঙ্কার প্রতিপক্ষ দুমিন্দুকে দাঁড়াতে দেননি তিনি।

কমনওয়েলথ গেমসে আবার সোনা জয়ী হলেন বজরং পুনিয়া। টানা দু’বার স্বর্ণপদক জয়ী হলেন এই ভারতীয় কুস্তিগীর। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে পরাজিত করে বজরং কমনওয়েলথ গেমসে আবার সোনা জয় করলেন। গোল্ড কোস্টের পর আবার কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির গড়লেন ভারতীয় এই কুস্তিগির। উল্লেখ্য, ২০১৪ সালে গ্লাসগো গেমসে তিনি ৬১ কেজি বিভাগে রুপো জয় করেছিলেন।

এবারের কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন সাক্ষী মালিক। মেয়েদের ৬২ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কেলসি বার্নসের বিরুদ্ধে জয় পান তিনি। গোল্ড মেডেল বাউটে সাক্ষী কানাডার অ্যানা গডিনেজ গঞ্জালেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এই প্রথম কমনওয়েলথ গেমসে বিরাট সাফল্য পেলেন সাক্ষী। উল্লেখ করা যায়, ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৫৮ কেজি বিভাগে রুপো জয়ী হন সাক্ষী। ২০১৮ সালে গোল্ড কোস্টের ৬২ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ী হয়েছেন।

কমনওয়েলথ গেমসে আবার সোনা ভারতের। কুস্তিগীর দীপক পুনিয়ার হাত ধরে এল এই সোনা। ৮৬ কেজি বিভাগে ভারতের নবম সোনা জয়ী হলেন তিনি। পাকিস্তানের মহম্মদ ইনামকে হারালেন তিনি । উল্লেখ্য, ২০২১ সালে টোকিও অলিম্পিকে নিজের ব্রোঞ্জ মেডেল হারাতে হয়। এবার তিনি টেক্কা দিলেন।
টোকিও অলিম্পিকে প্রায় হাতের মুঠোয় এসেও হকিতে পদক হাতছাড়া হয় ভারতের। গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হয় ভারত।

ভারতীয় মহিলাদের লড়াইকে হকি দুনিয়া স্বাগত জানিয়েছিল। এবার কমনওয়েলথ হকিতে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে ভারতীয় মহিলা হকি দলকে। মেয়েদের হকির সেমিফাইনাল ম্যাচে পরাজিত ভারত। অস্ট্রেলিয়া প্রথম কোয়ার্টারে গোল করে ১-০ ফলাফলে লিড নেয়। গোল করেন রেবেকা গ্রেইনার।

নির্ধারিত ৬০ মিনিটের শেষে ম্যাচ ১-১ গোলে দাঁড়িয়ে যায়। লড়াই পৌঁছে যায় শুট-আউটে। বিতর্কিতভাবে শুট-আউটে পরাজিত হতে হয়েছে ভারতকে,এমনই অভিযোগ সামনে এসেছে। পেনাল্টিতে অস্ট্রেলিয়ার প্রথম শটই বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া। এক্ষেত্রে স্টপওয়াচ শুরু হয়নি, এমন কারণ দেখিয়ে পুনরায় শট নিতে বলা হয় অস্ট্রেলিয়া দলকে। সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া গোল করে। শেষপর্যন্ত শুট-আউটে ০-৩ গোলে ম্যাচ হেরে বিদায় নিতে হয় ভারতকে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment