অতি আধুনিক থার্মোমিটার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশীয় প্রযুক্তিতে তৈরি হল ডিজিটাল ইনফ্রারেড থার্মোমিটার ও অক্সিজেন এনরিচমেন্ট ইউনিটের মতো অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি। সূত্রের খবর, বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণের আবহে এই উদ্যোগ। বিজ্ঞান মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সিএসআইআর ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি তৈরি করেছে অতি আধুনিক থার্মোমিটারটি। যন্ত্রগুলির নকশাও প্রকাশ্যে এসেছে।

