করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহ ইনিয়ানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ২৭১ জন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দাবার লড়াইয়ে সবাইকে চমকে দিলেন ভারতের ১৭ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান।উল্লেখ করা যায়, এই দাবা খেলার আয়োজন হয়েছে মূলত করোনা ভাইরাস মোকাবিলায় অর্থ সংগ্রহ করার জন্য। ইনিয়ানের প্রচেষ্টায় সংগ্রহ হল ১ লক্ষ ২০ হাজার টাকা। এই ভারতীয় দাবাড়ুর প্রশংসা শোনা গেল প্রাক্তন গ্রান্ডমাস্টার ভ্লাদিমির ক্র্যামনিকের মুখেও ।এ বিষয়ে তিনি জানিয়েছেন, আমি ইনিয়ানের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই। আমার মতে,এটা একটা দারুন প্রচেষ্টা।কত টাকা সংগ্রহ হল সেটা বড় কথা নয়।এটি গুরুত্বপূর্ণ একটা উদাহরণ সকলের জন্য।

