শিশুদের জীবনদায়ী ইনসুলিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য শিশু কমিশন শিশুদের জীবনদায়ী ইনসুলিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্য শিশু কমিশন এই কাজ করবে বলে জানা গিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কমিশন সূত্রে জানানো হয়েছে, আর্থ-সামাজিকভাবে পিছিয়ে রয়েছে এমন সব শিশু যারা টাইপ ওয়ান ডায়াবিটিস রোগে আক্রান্ত, তাদের জন্য এই ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় প্রাথমিকভাবে এই কাজ শুরু হয়েছে।