নিষেধাজ্ঞা বলবৎ ইজরায়েলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইজরায়েল করোনা সংক্রমণ প্রতিহত করার জন্য ভারত-সহ ৬টি দেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা চাপিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর ও স্বাস্থ্য মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইজরায়েলের নাগরিকদের ভারত-সহ ইউক্রেন, ব্রাজিল, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও তুরস্কে যাওয়া বর্তমান সময়ে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। উল্লেখ করা যায়, আজ থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। তা চলবে আগামী ১৬ মে পর্যন্ত। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, এই দেশগুলি থেকে যাঁরা ফিরে এসেছেন বা আসছেন তাঁদের ১৪ দিনের নিভূতবাসে থাকার নির্দেশও দেওয়া হয়েছে সরকারিভাবে।

