রিটার্ন জমা দেওয়ার সময়সীমা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ল সময়সীমা। ২০১৯-২০ অর্থবর্ষের বিলম্বিত ও সংশোধিত রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে আয়কর দফতর। উল্লেখ করা যায়, প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) এক বিবৃতি জারি করে জানিয়েছে, ওই রিটার্ন জমা দেওয়ার বর্ধিত সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত করা হয়েছে। যা আগে ছিল গত ৩১ মার্চ পর্যন্ত। এক্ষেত্রে আরও জানা যায়, আয়কর আইনের ১৪৮ নম্বর ধারা অনুযায়ী নোটিসের ভিত্তিতে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে ৩১ মে করা হয়েছে।

