paolo rossi and diedOthers Sports 

প্রয়াত হলেন ইতালির ফুটবল কিংবদন্তি পাওলো রোসি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন ১৯৮২সালের বিশ্বকাপের নায়ক পাওলো রোসি। ১৯৮২ সালে স্পেনে ইতালির বিশ্বকাপ জয়ের নেপথ্যে তাঁর বিশেষ ভূমিকা ছিল। টুর্নামেন্টে ৬টি গোল করে সোনার বুট পান রোসি। দিয়েগো মারাদোনা, আলেসান্দ্রো সাবেয়ার পর এবার পাওলো রোসির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ফুটবল কিংবদন্তি দীর্ঘদিন শারীরিক সমস্যায় ছিলেন। ইতালিয়ান সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।সংবাদমাধ্যমে বিশ্লেষক হিসেবে কাজ করতেন রোসি। ইতালি ছাড়াও ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার ধরা হত তাঁকে। সোনার বলও তাঁর দখলে আসে। ব্যালন ডি’অরও পান পাওলো রোসি ।
ব্রাজিলের বিরুদ্ধে ইতালির ৩-২ ফলাফলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেনপাওলো। আবার পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ৩-১ফলাফলে জয়ের ম্যাচে একটি গোল করেছিলেন রোসি । জাতীয় দলের হয়ে মোট ২০টি গোল রয়েছে তাঁর। ক্লাব ফুটবলে জুভেন্টাস ও এসি মিলানের হয়ে প্রচুর গোল রয়েছে রোসির। ৯ বছরের ফুটবল কেরিয়ারে ম্যাচের রং বদলে দিয়েছেন তিনি। মিলানের প্রখ্যাত স্পোর্টস চ্যানেল ফুটবল বিশ্লেষকের কাজ করতেন। ৬৪ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে ফুটবল দুনিয়ায় শোকের ছায়া । মোট ৩৩৮ ম্যাচে ১৩৪ গোল রয়েছে তাঁর।

Related posts

Leave a Comment