জাতীয় শ্যুটিং সংস্থার রাঙ্কিংয়ে আয়ুষি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন প্রাপ্তি আয়ুষির। বাংলার শ্যুটিংয়ে আরও একটি পালক সংযুক্ত হল। সূত্রের খবর, জাতীয় শ্যুটিং সংস্থা রাঙ্কিং প্রকাশ করেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে, বাংলার আয়ুষি পোদ্দার মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশনের সিনিয়র রাঙ্কিংয়ে দু-নম্বরে রয়েছেন। এক্ষেত্রে জানা গিয়েছে, দেশের এক নম্বর অঞ্জুম মুদগিল। উল্লেখ্য, জুনিয়র রাঙ্কিংয়ে আয়ুষি রয়েছেন এক নম্বরে। ভদ্রেশ্বরের বুলস আই শ্যুটিং অ্যাকাডেমির ছাত্রীর ৫০ মিটার থ্রি পোজিশনের মতো কঠিন ইভেন্টে এইরকম রাঙ্কিং বাংলার মহিলাদের মধ্যে এই প্রথম হল।

