জ্য জাক রুশো-র জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ২৮ শে জুন। ১৭১২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন জ্য জাক রুশো। জেনেভা শহরে তাঁর জন্ম। তিনি ছিলেন একজন জেনেভান দার্শনিক, লেখক এবং সুরকার। রুশো সুইজারল্যান্ডের অধিবাসী হলেও তিনি ছিলেন ফরাসি জ্ঞানালোক আন্দোলনের অন্যতম প্রতিনিধি এবং ইউরোপের প্রগতিবাদী ও গণতান্ত্রিক সমাজচেতনার প্রধান পৃষ্ঠপোষক।

