অসমে বন্যা পরিস্থিতি : জলমগ্ন শিলচর শহর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অসমে বন্যা পরিস্থিতির অবনতি। স্থানীয় সূত্রের খবর,এখনও পর্যন্ত ২৫ লক্ষ মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়েছে। প্রায় ২ হাজারের বেশি গ্রাম ও ২৭টি জেলা বন্যার কবলে। অসমে বন্যাজনিত পরিস্থিতিতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনের । স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে,সমগ্র শিলচর শহর জলমগ্ন হয়েছে। তলিয়ে গিয়েছে অনেক কাঁচা বাড়িও। দারুন দুর্দশার মধ্যে রয়েছে বহু মানুষ।
স্থানীয় সূত্রের আরও খবর,বিপর্যস্ত পরিস্থিতিতে খাবার ও পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। পানীয় জলের অভাবে দিশেহারা মানুষ। প্রশাসনিক তৎপরতা থাকলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ। ঘর-বাড়ি,ফসলের ক্ষেত সব বিপর্যস্ত। খাবারের অভাবে ভুগতে হচ্ছে বহু মানুষকে। প্রশাসনের প্রয়াসে ও কিছু এনজিও মাধ্যমে খাবার দিয়ে সহায়তা করা হচ্ছে। তবে পানীয় জল ও খাদ্যের অভাবে দিন কাটাচ্ছেন অসমের কয়েকটি জেলার মানুষ। শিলচরে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শিলচরের শরণার্থী শিবিরেও উপস্থিত ছিলেন তিনি। (ছবি: সংগৃহীত)

