Jagadhatri Pujo-1Others 

জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গত বছরের নির্দেশিকা বহাল রাখে কলকাতা হাইকোর্ট। এবার চন্দননগরের বিসর্জনেও সেই পথে আদালত। এ বিষয়ে জানা গিয়েছে, হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, কাঁধে করে প্রতিমা নিয়ে গঙ্গায় যাওয়া যাবে না। এমনকী চলবে না শোভাযাত্রাও। এক্ষেত্রে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যেতে হবে ট্রাকে চাপিয়ে। উল্লেখ্য, গত বছরও এই পদ্ধতি মেনে বিসর্জন হয়েছে। আদালত সূত্রে আরও জানা যায়, গত বছরের নির্দেশ অনুযায়ী প্রশাসন শোভাযাত্রার অনুমতি দিচ্ছে না। উল্লেখ করা যায়, সেই নিয়ম ও নির্দেশ থেকে ছাড় চেয়ে মামলা করা হয়েছিল। এ বিষয়ে মামলাকারীদের পক্ষে যুক্তি ছিল, কাঁধে করে প্রতিমা নিয়ে যাওয়া প্রাচীন রীতি-রেওয়াজ। সেই নিয়ম বহাল রাখা হোক।

Related posts

Leave a Comment