জয়চণ্ডী পাহাড়ে সৌমিত্র-সত্যজিতের আবক্ষ মূর্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরুলিয়া জেলা পরিষদের উদ্যোগ। সূত্রের খবর, ‘হীরক রাজার দেশে’ ছবির পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড় ও আড়শার মিশিরডিতে শ্যুটিং করেছিলেন সত্যজিৎ রায়। ওই সিনেমার ‘উদয়ন পণ্ডিত’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর জয়চণ্ডী পাহাড়ে সৌমিত্র ও সত্যজিতের আবক্ষ মূর্তি তৈরি হতে চলেছে। এক্ষেত্রে আরও জানা যায়, মিশিরডিতে উদয়ন পণ্ডিতের পাঠশালারও পুনর্নির্মাণ করা হবে। পুরুলিয়া জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ১৯৮০ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘হীরক রাজার দেশে’ সিনেমাটি। ওই দিনটিকে স্মরণে রেখে মিশিরডিতে উদয়ন পণ্ডিতের ‘পাঠশালা’র উদ্বোধন করা হবে।

