Kolkata UniversityEducation Others 

অন্তর্বর্তী সিমেস্টারের মূল্যায়ন নিয়ে নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিসেম্বরের মধ্যেই সাপ্লিমেন্টারি। সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেসব পরীক্ষার্থী স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় সফল হলেও পূর্বের বিভিন্ন পত্রে ব্যাকলগ রয়েছে, তাঁদের পরীক্ষা অন্তর্বর্তী সিমেস্টার এবং বর্ষের মূল্যায়নের সময়ই হবে। এক্ষেত্রে আরও জানা যায়, অন্তর্বর্তী সিমেস্টারের মূল্যায়ন নিয়ে নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয়, তাতে এই পরীক্ষা নেওয়ার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, সেখানে ‘সাপ্লিমেন্টারি’ না বলে ‘পার্ট এগজামিনেশন’ বলা হয়েছে। সূত্রের আরও খবর, নির্দেশিকায় ‘সাপ্লিমেন্টারি’ কথাটি না থাকায় অনেক অধ্যক্ষই প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। আবার সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মধ্যেও বিভ্রান্তি হওয়ায় এই পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভও চলে। লেডি ব্রেবোর্ন কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপ্লিমেন্টারি কথাটির উল্লেখ না থাকায় প্রাথমিকভাবে বুঝতে সমস্যা হয়। কলেজই এবার এই দুই পরীক্ষার প্রশ্ন করবে এবং উত্তরপত্র মূল্যায়ন করবে। এক্ষেত্রে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে নম্বর আপলোড করতে হবে বলে বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছে। অন্যদিকে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়কে স্নাতকোত্তর ভর্তির আবেদনের দিন বাড়াতে হবে। এক্ষেত্রে আবেদনের শেষদিন ছিল ১৪ নভেম্বর।

Related posts

Leave a Comment