Juventas-1Others Sports 

১৪ বার ইটালীয় কাপ জয়ী জুভেন্টাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জুভেন্টাসে ফুটবল জীবনের শেষ ট্রফি হাতে তুললেন জিয়ানলুইজি বুফন। আটলান্টাকে ২-১ ফলাফলে গোলে হারিয়ে তুরিনের ক্লাব জয়ী হয়েছে ইটালীয় কাপ। উল্লেখ করা যায়, সেরি আ চ্যাম্পিয়ন হতে না পারলেও এই মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সাফল্য এটি। এই নিয়ে ১৪ বার ইটালীয় কাপ জয়ী হয়েছে জুভেন্টাস।

গতবার এই প্রতিযোগিতার ফাইনালে পরাজিত হতে হয়েছিল তাঁদের। এ বিষয়ে বুফনের মন্তব্য, ‘আমি কতটা খুশি বলে বোঝাতে পারব না। জুভেন্টাসে এটাই আমার শেষ মরসুম। সত্যিই আমি গর্বিত। এই ক্লাবের কথা ভাবতে বসলে আবেগপ্রবণ হয়ে যাই’। এ বিষয়ে আরও জানিয়েছেন, এই মরসুমে আমরা খুব ভাল খেলিনি। তবু ইটালীয় কাপ জয় সমর্থকদের কিছুটা হলেও আনন্দ দেবে ভেবে ভাল লাগছে।

৪৩ বছর বয়সী বুফনের আরও বক্তব্য, ‘জুভেন্টাসের কর্মী, ম্যানেজার, প্রেসিডেন্ট ও সতীর্থদের কোনওদিন ভুলতে পারব না। এই ক্লাবের হয়ে যতবার খেলতে নেমেছি, ততবারই নিজেকে উজাড় করে দিয়েছি। জুভেন্টাসকে নিয়ে সত্যিই আমার গর্বের শেষ নেই’।

Related posts

Leave a Comment