মহিলাদের এগিয়ে এসে নেতৃত্ব দিতে হবে: কমলা হ্যারিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানালেন কমলা হ্যারিস। মহিলাদের আরও এগিয়ে আসা এবং আরও বেশি করে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সেনেটর ও ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট এই পদপ্রার্থী। উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। জানা গিয়েছে, ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে লড়াই হবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্সের। করোনা পরিস্থিতিতেই চলছে সেই নির্বাচনী প্রস্তুতি। এক্ষেত্রে প্রচার অভিযান সবই চলছে ভার্চুয়াল পদ্ধতিতে। একটি অনুষ্ঠানে কমলা হ্যারিসের বক্তব্য, যে-কোনও মানুষ জন্মের পর থেকেই নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। বিশেষ করে মহিলারা আরও বেশি এগিয়ে আসুন। বেশি করে কাজে যোগ দিন। যে কাজই করুন না কেন, মহিলাদের এগিয়ে এসে নেতৃত্ব দিতে হবে।

