Kamala Harris-1Others World 

তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরমে কমলা হ্যারিসের জন্য পুজো-পাঠ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কমলা হ্যারিসের জন্য প্রার্থনা। তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরমে এই আয়োজন চলেছে বলে খবর। আমেরিকার ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের জন্য প্রার্থনা শুরু হল তাঁর পূর্বপুরুষের পৈত্রিক ভিটেতে। সূত্রের খবর, শিশু বয়সে কমলা হ্যারিসের উপরে দাদু পি ভি গোপালনের প্রভাব ছিল অনেকটাই। সে কথা উল্লেখ করেছেন কমলা স্বয়ং। ইডলি, সম্বার-সহ কয়েকটি খাবারের প্রতি তাঁর ভালবাসার কথাও জানা গিয়েছে। ভাইস প্রেসিডেন্টের লড়াইয়ে নাম লেখানোর পরই তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরম-সহ বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে কমলা হ্যারিসের পোস্টার। এমনকী দেবতার মন্দিরে শুরু হয়েছে পুজো-পাঠও।

Related posts

Leave a Comment