OnionOthers 

দক্ষিণ ভারতের পেঁয়াজের ব্যাপক ক্ষতি হওয়াতে সমস্যা বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রবল বৃষ্টিতে কর্নাটক-অন্ধ্রপ্রদেশে পেঁয়াজের ফলনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সূত্রের খবর, কলকাতার বাজারগুলিতে পেঁয়াজের জোগানের একটা বড় অংশ আসে দক্ষিণের ওই রাজ্যগুলি থেকে। লাল রংয়ের ওই পেঁয়াজের জোগানোও এখন কমে এসেছে। সূত্রের আরও খবর, কর্নাটক-অন্ধ্রপ্রদেশ থেকে জলে ভেজা যে স্বল্প মাত্রায় পেঁয়াজ আসছে, তা নিম্নমানের বলে জানা গিয়েছে।

এই অবস্থায় বিদেশে পেঁয়াজ রপ্তানি কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ করলেও তাতে বাজারে দাম কমে সাধারণ মানুষের কতটা উপকার হবে, তা নিয়ে বিভিন্নমহলে প্রশ্নও অনেক। অন্যদিকে বাজারে পেঁয়াজের দামের তেমন হেরফেরও হয়নি। জানা গিয়েছে, খুচরো বাজারে দাম প্রতি কেজিতে ৪০ টাকার মধ্যে রয়েছে। আবার সরকারি সুফল বাংলার স্টলে খুচরো বিক্রয়মূল্য ৩৬ টাকা। উল্লেখ্য, ৪০ কেজির বস্তা ১২৫০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে দাম ৩০ টাকা থাকছে। সুফল বাংলায় বিক্রির জন্য ৩০ টাকায় পেঁয়াজ কেনা হচ্ছে। সেখানেও দক্ষিণ ভারতের পেঁয়াজ বিক্রি বন্ধ।

জানা যায়, বিভিন্ন ব্যবসায়ীর গুদামে এখন বস্তা ভর্তি মহারাষ্ট্রের নাসিক এলাকা থেকে আসা গোলাপি রংয়ের পেঁয়াজ রয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের বক্তব্য, দিনে গড়ে ১২ থেকে ১৪ লরি দক্ষিণ ভারতের পেঁয়াজ আসত। কোনও কোনও দিন ৩০ লরিও এসেছে। বর্তমানে লরি আসার পরিমাণও কমেছে। রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ভারতের পেঁয়াজ এতটাই খারাপ হয়ে গিয়েছে যে, পাইকারি বাজারে ৩০০ টাকা প্রতি বস্তা দামেও বিক্রি করা সম্ভব হচ্ছে না। অতিবৃষ্টিতে দক্ষিণ ভারতের পেঁয়াজের ব্যাপক ক্ষতি হওয়াতে মহারাষ্ট্রের নাসিক এলাকার পেঁয়াজের দর বাড়তে শুরু করে। এক্ষেত্রে জানা গিয়েছে, পাইকারি বাজারে দাম এক মাসের মধ্যে দ্বিগুণের বেশি হয়ে যাওয়াতে কেন্দ্রীয় সরকার বিদেশে রপ্তানি নিষিদ্ধ করে।

Related posts

Leave a Comment