নতুন ছবি- ‘কররম কুররম’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কিয়ারা আডবাণীকে পরিচালক আশুতোষ গোয়ারিকরের প্রযোজনা সংস্থা ব্যানারের পরবর্তী ছবির জন্য কাস্ট করা হয়েছে। সূত্রের খবর, একটি জনপ্রিয় পাঁপড় প্রস্তুতকারী সংস্থার উত্থানের কাহিনী নিয়ে নির্মিত এই ছবি। এক্ষেত্রে জানা গিয়েছে, ‘কররম কুররম’ নামে এই ছবিতে থাকবে নারী ক্ষমতায়নের বিষয়টিও। ৬ জন গৃহবধূকে নিয়ে শুরু করা ছোট্ট কো-অপারেটিভ কীভাবে ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, তা নিয়েই এই ছবির গল্প। জানা গিয়েছে, পরিচালনার দায়িত্বে রয়েছেন গ্লেন ব্যারেটো ও অঙ্কুশ মোহলা। যাঁরা এর আগে আশুতোষের সহকারী হিসেবে কাজ করেছেন। কিয়ারার একটি ছবির শ্যুটিং চললেও তা বিশেষ কারণে আপাতত স্থগিত রয়েছে বলে জানা গিয়েছে।

