করোনা আবহে ডেঙ্গি শিথিলতা নয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে জেরবার পরিস্থিতি। এই সংক্রমণের মধ্যেও যাতে ডেঙ্গি প্রতিহত করার কাজ শিথিল হয়ে না পড়ে, সে বিষয়ে পুর স্বাস্থ্য দফতরকে সতর্ক করলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সূত্রের খবর, পুর ভবনে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের শহরের বিভিন্ন আবাসন ও থানার কোথাও যাতে জল জমে না থাকে, তার জন্য পুরকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানালেন তিনি। এ বিষয়ে তাঁর বক্তব্য, জল জমে থাকার খবর পেলে আগাম জানাতে হবে পুরকর্মীদের।

