প্রচার তুঙ্গে কলকাতা পুরসভা নির্বাচনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০২০ সালেই কলকাতা পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছিল ৷ ১ বছরেরও বেশি সময় পর আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে কলকাতা পুরসভার নির্বাচন। কলকাতার ছোট লাল বাড়ি এবার কার দখলে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু । আগামী ২১ ডিসেম্বর এই নির্বাচনের ফলাফল জানা যাবে ৷
উল্লেখ করা যায়,২০১০ সাল থেকে কলকাতা পুরসভা দখলে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতেই ৷ রাজ্যে বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে ব্যাপক সাফল্যের পর কলকাতা পুরসভা দখলের লড়াইতে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে তৃণমূল ৷ মোট ১৪৪টি ওয়ার্ডে হবে এই নির্বাচন ৷
শাসক দল তৃণমূল ছাড়াও নির্বাচনী লড়াইয়ে রয়েছে বিজেপি,বামফ্রন্ট ও কংগ্রেস ৷ সূত্রের খবর,১৭টি আসনে প্রার্থী দেয়নি বাম শিবির ৷ ওই আসনগুলিতে কংগ্রেস, আইএসএফ-এর মতো দলগুলি যাতে লড়াই করতে পারে সেই সুবিধা করে দিয়েছে বামেরা ৷ বিজেপি ১৪৪টি আসনে প্রার্থী দেয়। ২ টি আসনে মনোনয়ন প্রত্যাহার করেন দলের দুই প্রার্থী ৷ গেরুয়া ব্রিগেড শক্ত প্রতিপক্ষ হিসাবে লড়াইতে নামছে ৷
শাসক দল তৃণমূলের বেশ কিছুটা অস্বস্তি বেড়েছে ৷ দলীয় টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে ভোটে লড়ছেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। এবারেও তৃণমূলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম, অতীন ঘোষ ও দেবাশিস কুমারদের। বাম আমলের মন্ত্রী ও আরএসপি নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীকে প্রার্থী করেছে তৃণমূল।
দলের প্রার্থী তালিকায় একগুচ্ছ নতুন মুখ আনা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ ওয়ার্ড ৭৩ নম্বরে প্রার্থী করা হয়েছে তাঁর ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়কে ৷ গত এক দশকের উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে পুরসভার ভোট ময়দানে নামছে তৃণমূল ৷
নিকাশী সমস্যা,শহরতলির এলাকাগুলিতে পানীয় জলের সরবরাহ ও নাগরিক বিভিন্ন পরিষেবা এবার পুরভোটের ইস্যু হতে চলেছে ৷ পুরভোটের নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। এক্ষেত্রে বিরোধীরা দাবি করেছেন, কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করানো হোক ৷ তবে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের তৎপরতায় পুরসভা নির্বাচন হবে। সব রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচার-অভিযান চলছে।

