Ayushi Poddar-2Others Sports 

ভোপালে জাতীয় শ্যুটিংয়ে ব্রোঞ্জ আয়ুষির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভোপালে চলতি জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী হলেন বাংলার আয়ুষি পোদ্দার। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশন ইভেন্টে ৪৪০.৯ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতলেন তিনি। উল্লেখ করা যায়, এর আগে আয়ুষি জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে জোড়া রুপো জয়ী হয়েছিলেন। পাশাপাশি জাতীয় শ্যুটিংয়ে আয়ুষির বিভাগে সোনা জয়ী হয়েছেন ওড়িশার শ্রীয়ঙ্কা সড়ঙ্গী। তাঁর মোট পয়েন্ট ৪৫৪.৯। এছাড়া রুপো পেয়েছেন মধ্যপ্রদেশের শ্যুটার মানসী সুধীর সিংহ কাথাইত।

Related posts

Leave a Comment