ড্রোন উড়িয়ে কড়া নজরদারি কলকাতা পুলিশের
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ সাপ্তাহিক লকডাউনে শহর জুড়ে চলছে কলকাতা পুলিশের কড়া নজরদারি। সোমবার কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধর্মতলা, রাসবিহারী, গড়িয়াহাট চত্বরে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়েছে।
পাশাপাশি লকডাউন চলাকালীন কোথাও কোনও জমায়েত না হতে পারে সেই জন্য ড্রোনে বাড়তি নজরদারিও চালানো হয়। এছাড়াও ড্রোনের মাধ্যমে এক সঙ্গে বৃহত্তর পরিসরে এক জায়গায় বসে পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

