উত্তর দিনাজপুরে সিঙ্গারদহ গ্রামে সোনামতি কুম্ভরানী দুর্গাপুজো শুরু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা বিধি মেনে সিঙ্গারদহে শুরু হল সোনামতি কুম্ভরানী দুর্গাপুজো শুরু হল। সূত্রের খবর, বুধবার থেকে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমহনা গ্রামপঞ্চায়েতের সিঙ্গারদহ গ্রামে দুর্গাপুজো ঘিরে উন্মাদনা। এই সোনামতি কুম্ভরানী দুর্গাপুজোর শুরুতে
মন্দির চত্বর বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছেবলে খবর। করোনা আবহে মন্দিরে প্রবেশে বিধি-নিষেধ রয়েছে। স্থানীয় সূত্রের আরও খবর,এই পূজা অনুষ্ঠিত হওয়ায় সরকারি সব রকম বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাতিল করা হয়েছে মেলা। মন্দিরে ভক্তদের জন্যও সতর্কতা জারি করা রয়েছে।
নিয়ম মেনে দুর্গাপুজোর ৮ দিনের পরের মঙ্গলবারে করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে সোনামতি কুম্ভরানী দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে। আচার-আচরণ মেনে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে । এখানে প্রায় ৫০ বিঘার মতো জমি রয়েছে। ওই জমির আয় থেকেই এই পুজো হচ্ছে বলে জানা যায় । প্রতিবছর ৭দিনব্যাপী মেলাও বসে। উত্তর দিনাজপুর জেলার মানুষ ছাড়াও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা থেকে বহু মানুষ এই পুজো ও মেলা দেখতে আসেন। করোনা আবহে এবার ভিন্ন চেহারা। এ বছর জৌলুস অনেক কম। পুজোয় উদ্যোক্তা ও ভক্তদের প্রত্যেকের মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরোপুরি বাতিল করা হয়েছে মেলা। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি হয়েছে বলেও জানা যায়।

