kumud ranjan mullickEducation Entertainment Others 

পল্লিপ্রেমী কবি-শিক্ষাবিদ কুমুদরঞ্জন

১৮৮৩ সালের ১ মার্চ । পল্লিপ্রেমী কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেছিলেন। তাঁর কবিতা পড়লে গ্রামীণ চিত্র ধরা পড়ে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে – শতদল,বনতুলসী,উজানী ও একতারা প্রভৃতি। এই কবির অপ্রকাশিত কাব্যগ্রন্থটি হল- ” গরলের নৈবেদ্য” । যা ১০৮টি কবিতার সংকলন। কবির স্মরণীয় একটি কবিতার অংশ-
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি,ও ভাই,
আজ আমাদের ছুটি ।

Related posts

Leave a Comment