৮ জুলাই বিধানসভায় পেশ হতে চলেছে বিধানপরিষদ বিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৮ জুলাই বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ বিল। সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ করা যায়,নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এই প্রয়াস নিতে চলেছে শাসক দল। তৃণমূলের দলীয় ইস্তেহারে অন্যতম বিষয় ছিল বিধান পরিষদ গঠনের বিষয়টি । এবার সেই বিল বিধানসভায় পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শাসক দল। সূত্রের খবর,রাজ্য বাজেট পেশের পরদিনই এই গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার সম্ভাবনা। বিধানসভা অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ জুলাই। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। দুপুর ২টায় রাজ্যপালের ভাষণ। সভার বিরামের পর ধন্যবাদ জ্ঞাপন। পরে উপাধ্যক্ষ নির্বাচন হবে। পরের দু দিন – ৩ ও ৪ জুলাই ছুটি । ৫ ও ৬ জুলাই রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক হবে। ১১ টা থেকে দুপুর ২টো অবধি। এরপর ৭ তারিখ দুপুর দুটোয় বাজেট পেশ। ৮ জুলাই বিধান পরিষদ তৈরির প্রস্তাবে গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। ২০১১ সাল থেকে বিধান পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। ১৭ মে মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত পাশ হয়েছিল। এবার বিধানসভায় প্রস্তাব পাশের বিষয়টি রয়েছে।

