নয়া বিধিনিষেধ ঘোষণা- ট্রেন বন্ধ থাকলেও বাস চলাচলের অনুমতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লোকাল ট্রেন বন্ধ থাকলেও বাস চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য। নয়া বিধিনিষেধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা শুরু করা যাবে ৷ পাশাপাশি চালক ও কন্ডাক্টরদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। করোনা সতর্কতা মেনে মাস্ক পরতেই হবে ৷
এ বিষয়ে আরও জানানো হয়েছে,অটো ও টোটো চলাচলের ক্ষেত্রেও অনুমতি দিয়েছে রাজ্য সরকার ৷ তবে লোকাল ট্রেন চালু করার বিষয়ে কিছু জানানো হয়নি। এক্ষেত্রে আরও জানানো হয়, মাছ ও সব্জি বাজার খোলার সময়সীমাও বাড়ানো হয়েছে ৷ ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাজার খোলা থাকবে আগামী ১ জুলাই থেকে । এছাড়া বাকি সব দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

