ট্রেনে ধূমপান-দাহ্যবস্তু বহনে এবার কড়া নজরদারি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেলে ধূমপানে কড়াকড়ি। সূত্রের খবর, বিপত্তি এড়ানোর জন্য ট্রেনে ধূমপান ও দাহ্যবস্তু বহন সম্পূর্ণ বন্ধ করানোর জন্য নজরদারি বাড়াতে চলেছে রেল। উল্লেখ করা যায়, ধূমপানের ক্ষেত্রে শাস্তির মাত্রাও বাড়ানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, দেশ জুড়ে রেলের সঙ্গে যুক্ত সমস্ত সরকারি-বেসরকারি কর্মী ও যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচারও শুরু করেছে রেল। আগামী ৩১ মার্চ মাস পর্যন্ত চলবে প্রচার কর্মসূচি। ধূমপানে শাস্তির মাত্রা বাড়াতে প্রচেষ্টাও নিচ্ছে রেল। এক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলার কথাও ভাবতে চলেছে রেল। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, কামরায় ধূমপানের অভিযোগে এতদিন পর্যন্ত রেলের আইনের ১৬৭ ধারায় ১০০ টাকা জরিমানা দিতে হত। এবার তা বাড়ানো ছাড়াও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির অভিযোগ আনা হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

