train service and sealdahBreaking News Others Travel 

প্রত্যেক স্টেশনেই নজরদারি রেখে ফের চালু লোকাল ট্রেন পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দীর্ঘ সাড়ে ৭ মাস পর রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হল। ভিড় নিয়ন্ত্রণকরতে রীতিমতো চ্যালেঞ্জ নিতে হয়েছে। সূত্রের খবর, বুধবার ভোররাত থেকেই হাওড়া, শিয়ালদহ এবং খড়্গপুর ডিভিশনে শুরু হয়েছে রেল-পরিষেবা। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, করোনা সুরক্ষাবিধির কথা ভাবনায় রেখে সতর্কতামূলক একাধিক বন্দোবস্ত করা হয়েছে। প্রত্যেক স্টেশনেই নজরদারি রয়েছে। করোনার সংক্রমণ রুখতে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ব্যাপক সমস্যার মধ্যে পড়েছিলেন নিত্যযাত্রীরা। আবার ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা।

লোকাল ট্রেন চালু হওয়ার খুশি সাধারণ মানুষও । করোনা আবহে ট্রেনের অভাবে যাঁরা কাজ-কর্মে যেতে পারছিলেন না, তাঁদের মুখে হাসি ফুটেছে। চাকরিজীবী,জেলা থেকে আসা পরিচারিকা, রাজমিস্ত্রি সহ ট্রেনের হকাররাও খুশি। করোনার পর থেকে সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। রেল সূত্রে জানানো হয়, শিয়ালদহ ডিভিশনে ৪১৩টি লোকাল ট্রেন চালানো হবে। হাওড়া ডিভিশনে চালানো হবে ২০২টি ট্রেন।

অন্যদিকে অফিস টাইমে ভিড়ের কথা মাথায় রেখে সকাল ৮ থেকে ১১টার মধ্যে বেশী সংখ্যায় ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে জানানো হয় । দুপুরের সময়ে ট্রেনের সংখ্যা থাকবে কম। ফের সন্ধ্যায় বাড়বে ট্রেনের সংখ্যা।
সূত্রের আরও খবর,টিকিটের লাইনেও দূরত্ববিধি যাতে বজায় থাকে, তারও নজরদারি থাকবে। কোনওভাবেই সুরক্ষাবিধি লঙ্ঘন করা যাবে না, এমনই কড়া মনোভাব নিয়েছে রেল-প্রশাসন।

Related posts

Leave a Comment