কালীপুজো-ছটপুজো উপলক্ষ্যে- ‘ওয়ান উইন্ডো’ ব্যবস্থা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কালীপুজো ও ছটপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাওড়া সিটি পুলিশ একটি সমন্বিত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করছে। যেখানেই কোনও সমস্যার খবর পাওয়া যাবে, তা অবিলম্বে সমাধান করা হবে। এই নিয়ন্ত্রণ কক্ষটি একটি ‘ওয়ান উইন্ডো’ সমাধানে পরিণত হবে। পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ বিতরণ সংস্থা সিইএসসি এবং পৌর আধিকারিকরা থাকবেন। পুজোর সময় বৈদ্যুতিক দুর্ঘটনা, আগুন লাগার মতো যে কোনও সমস্যা পুলিশের নজরে এলে তাড়াতাড়িই সমাধান করা হবে।
সূত্রের খবর, সোমবার হাওড়ার শরৎ সদনে এলাকার কালীপুজো কমিটির কর্মকর্তাদের সাথে পুলিশের পক্ষ থেকে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। হাওড়া সিটি পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল সেখানে বিশেষ কন্ট্রোল রুমের কথা ঘোষণা করেছেন।
সূত্রের আরও খবর, নগরীতে টহল দেবে গোয়েন্দা বিভাগের ছয়টি অ্যান্টি-ক্রাইম দলও। বিভিন্ন এলাকায় ড্রোন নজরদারিও চালানো হবে। হাওড়া সিটি পুলিশ এলাকায় মোট ১১০০ কালীপুজো অনুষ্ঠিত হয়। এ বছর ছটপুজোরও কিছু বিধি-নিষেধ থাকবে। এবার গঙ্গায় ভিড় করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

